প্রশ্নঃ বাংলাদেশে যে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য রয়েছে তার অধিকাংশই ইউনিলিভার এর উৎপাদন করে, যেমন লাক্স সাবান, পেপসোডেন্ড, লাইফবয় ইত্যাদি। ইউনিলিভার এর প্রধান সদর দপ্তর নেদারল্যান্ডস এ, তবে বাংলাদেশে এর অনুমোদিত অফিস ও উৎপাদন কেন্দ্র রয়েছ। এছাড়া নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য উৎপাদনকারী কিছু দেশি কিছু প্রতিষ্ঠান রয়েছে প্রাণ, স্কয়ার, বসুন্ধরা ইত্যাদি। ডেটল, হারপিক, মরটিন এই পন্যগুলো উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম কি?