
May by Known
মনোবিজ্ঞানী : যদি দুনিয়াটা পাল্টে দিতে চান তাহলে বিয়ে করার আগেই সে চেষ্টা করুন।
.
পাত্র : কেন? বিয়ের পরে সমস্যা কী?
.
মনোবিজ্ঞানী : কারণ বিয়ের পর আপনি দুনিয়া তো দূরের কথা নিজের ঘরে টিভির চ্যানেলটাও নিজের ইচ্ছায় পাল্টাতে পারবেন না!
জোকস
স্বামী-স্ত্রীর মনোমালিন্য চলছে বেশ কিছুদিন ধরে। কিছুতেই সমঝোতা হচ্ছে না-
স্ত্রী: আমি বাপের বাড়ি চললাম, তুমি থাক তোমার সংসার নিয়ে।
স্বামী: আমিও বের হচ্ছি!
স্ত্রী: তুমিও কি বাপের বাড়ি যাচ্ছো!
স্বামী: না, আমি গরিব-দুঃখীদের দান-সদকা করতে যাচ্ছি!
স্ত্রী: কেন?
স্বামী: মানত করেছিলাম। ফলাফল পেতে শুরু করেছি। কথা তো রাখতেই হয়...
সেদিন পচা দা আর তার স্লিম বউ ভোর বেলায়, মর্নিং ওয়াকে বেরিয়েছে৷ হঠাৎ পচা দা দেখতে পেলো
একটা বাঘা কুত্তা, ওদের দিকে তেড়ে আসছে ৷ নির্ঘাত কামড় দেবে বুঝে, হঠাৎ তার বউকে দুহাতে মাথার ওপর তুলে নিয়ে দাঁড়িয়ে গেল ৷ কামড়ালে তাকে কামড়াক ৷ বউ এর গায়ে যেন আঁচড় না পড়ে ৷
এই সিচুয়েশনে বাঘা কুত্তাটা কখনো পড়েনি ৷ তাই ঘাবড়ে গিয়ে বার কতক ঘ্যাঁক ঘোঁক করে ধমক দিয়ে ফিরে গেলে। পচা দা তার সুন্দরী বউকে নিচে নামালো ৷ ভাবলো, তার একটা বাহবা পাওনা হল বউয়ের কাছ থেকে ৷
কিন্তু হায় ভগবান ! বউ তো রেগে মেগে কাঁই ! চিৎকার করে বলছে, “আজ পর্যন্ত কোনো মানুষ দেখিনি, যে কুত্তা তাড়াতে ইট পাটকেলের বদলে নিজের বউকে ছুঁড়ে মারতে চায়৷”
মরাল অব দ্য স্টোরী :
বৌ-এর জন্য জীবন দিলেও বউ এর থেকে মুখ ঝামটা ছাড়া আর কিছু জুটবে না।
(সংগৃহীত)

এ কারণেই NASA আর চাঁদে যাচ্ছে না।
#funpost
ছবিটি দেখুন আর হাসতে থাকুন
তুমি কি দেখেছো কভু,
রুটি কিভাবে হয়?
আটার নরমে, তাওয়ার গরমে,
ফুলে ফুলে রুটি হয়।।
আমি তো দেখেছি কত না রুটি,
পুড়ে পুড়ে ছাই হয়।
বেলুনির চাপে কারো কারো রুটি,
মানচিত্রও হয়।
ভাজি রুটিগুলো টানার চোটে,
ছিড়ে ফানা ফানা হয়।
আটার নরমে, তাওয়ার গরমে,
ফুলে ফুলে রুটি হয়,
ফুলে ফুলে রুটি হয়।
প্রতিদিন কত রুটি আসে যে
টেবিলে থালা ভরে,
রুটি বানানোর ইতিহাসটুকু
রয়ে যায় অগোচরে।
কেউতো জানেনা রুটি তৈরী তে
কত ঘাম ঝরে যায়,
সুখী মানুষেরা রেডিমেড পেয়ে
আরামে বসে খায়।
পাশাপাশি প্লেটে রুটি-গোশত
কেউ বুঝি কারো নয়।।
আটার নরমে তাওয়ার গরমে
ফুলে ফুলে রুটি হয়।।"
😂😂😂
collected